কোন খাদ্যে কত ক্যালরি থাকে তার তালিকা জানুন

বর্তমানে সকলেই নিজের স্বাস্থ্য নিয়ে অনেকটা সচেতন। সুস্বাস্থ্য বজায় রেখে জীবন যাপন করার ক্ষেত্রে একটি সঠিক ডায়েট মেনে চলা অত্যাবশ্য। আর সঠিক ডায়েট তৈরির পূর্বে আপনাকে জানতে ক্যালোরি কি? এবং হবে কোন খাদ্যে কত ক্যালোরি থাকে। একটি আদর্শ ডায়েট অনুযায়ী দিনে প্রায় ২০০০ ক্যালোরি পর্যন্ত খাবার খাওয়া যেতে পারে। আমাদের আজকের পোস্টে কোন খাদ্যে কত ক্যালরি থাকে তার তালিকা জানুন।
কোন খাদ্যে কত ক্যালরি থাকে তার তালিকা জানুন
একই রান্না করা খাবারের ক্যালরির পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে, রান্নাতে ব্যবহারিত উপকরণ গুলোর উপর নির্ভর করে। কারণ, একেক জন একেক ভাবে বিভিন্ন উপকরণ বিভিন্ন পরিমাপের দেওয়ার মাধ্যমে রান্না করে। এজন্য সকলের রান্না কিন্তু খাবারের ক্যালরি ও বিভিন্ন ধরনের হয়।

ক্যালোরি কি ?

সাধারণ অর্থে, শক্তির একটি একক হলো ক্যালরি। কোন খাদ্য, কত পরিমাপে খেলে আমাদের শরীরে কতটুকু শক্তি পাওয়া যায় তা ক্যালরির মাধ্যমে সাধারণত পরিমাপ করা হয়ে থাকে। এটি দ্বারা খাদ্যের শক্তির পরিমাপের একক সম্পর্কে সঠিক ও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। এই ক্যালোরি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে অথবা প্রয়োজনের তুলনায় কম গ্রহণ করলে সমস্যা দেখা দেয়।এই জন্য কোন খাদ্যে কত ক্যালরি থাকে তার তালিকা জানুন আমাদের এই পোস্টটিতে।

বয়স অনুযায়ী নারীদের দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ

  • সাধারণত ১৮ বছর থেকে ৩০ বছর বয়সী মহিলাদের সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ ২৪০০ ক্যালোরির খাবার গ্রহণ করতে হয়।
  • ৩১ থেকে ৫৯ বছর বয়সী মহিলাদের খাদ্য তালিকায় ক্যালোরির পরিমাণ ১৮০০-২০০০ রাখতে হবে।
  • ৬০ বছরের উপরের মহিলাদের ১৬০০ থেকে ২০০০ ক্যালোরি গ্রহণ করা উচিত দৈনিক।

বয়স অনুযায়ী পুরুষদের দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাণ

  • পুরুষদের জন্য ১৮ থেকে ত্রিশ বছরে ২৫০০ থেকে ৩ হাজার ক্যালোরি দৈনিক গ্রহণ করা উচিত।
  • যারা ৩১ থেকে ৫৯ বছর বয়সী পুরুষ তাদের ২২০০ থেকে ৩০০০ ক্যালরি গ্রহণ করা উচিত।
  • আর যে সকল পুরুষের বয়স ৬০ অতিক্রম করেছে তাদের উচিত দু হাজার থেকে ২৬০০ ক্যালোরি গ্রহণ করা।

বয়স অনুযায়ী ছেলে শিশুদের দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ

  • শিশু ছেলের ক্ষেত্রে দুই থেকে চার বছর পর্যন্ত ক্যালোরের পরিমাণ ১০০০ থেকে ১৫০০।
  • ৫ থেকে ৮ বছর ছেলে শিশুর ক্যালরির পরিমাণ ১৩০০ থেকে ২০০০ ।
  • নয় থেকে ১৩ বছর বয়সী ছেলে শিশুর জন্য ক্যালরির পরিমাণ ১৬০০ থেকে ২৭০০ ক্যালোরি পর্যন্ত।
  • ১৪ থেকে ১৮ বয়সী ছেলে শিশুদের খাদ্যে ২০০০ থেকে ৩২০০ ক্যালোরি থাকা উচিত।

বয়স অনুযায়ী মেয়ে শিশুদের দৈনিক ক্যালোরি গ্রহণের পরিমাণ

  • দুই থেকে চার বছর বয়সী মেয়ে শিশুদের জন্য দৈনিক ১০০০ থেকে ১৫০০ ক্যালোরি গ্রহণ করা উচিত।
  • ৫ থেকে ৮ বছর বয়সী মেয়ে শিশুদের জন্য ১৩০০ থেকে ১৯০০ ক্যালোরি গ্রহণ করা উচিত।
  • ৯ থেকে ১৩ বছর বয়সি মেয়ে শিশুদের জন্য ১৫০০ থেকে ২৩০০ ক্যালোরি গ্রহণ করা উচিত।
  • ১৪ থেকে ১৮ বছর বয়সী মেয়ে শিশুদের ১৮০০ থেকে ২৫০০ ক্যালোরি পর্যন্ত গ্রহণ করা উচিত দৈনিক।

শরীরে ক্যালরির কাজ কি?

শরীরে ক্যালরির গুরুত্ব অপরিসীম। আমরা কোন কাজ করার জন্য কতটুকু এনার্জি পাব তা ক্যালোর এর উপর নির্ভর করে। আমরা খাদ্যে যতটুকু ক্যালোরি গ্রহণ করবো তার ওপর নির্ভর করে আমরা কাজ করার এনার্জি পাই। ক্যালোরি সঠিক পরিমাণে গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার শরীরের ওজন বাড়াতে বা কমাতে পারবেন। ওজন বাড়ানোর জন্য অধিক পরিমাণে ক্যালরি গ্রহণ করা প্রয়োজন এবং অপরদিকে ওজন কমানোর জন্য কম পরিমাণ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করা উচিত।

BMR এর মান নির্ণয় করার মাধ্যমে আমরা জানতে পারি যে একজন মানুষের দৈনিক কি পরিমান ক্যালরি গ্রহণ করা উচিত। তাছাড়া এই ক্যালরির সাথে পুষ্টির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সঠিক পরিমাণে ক্যালরি গ্রহণ না করলে বিভিন্ন ধরনের পুষ্টিহীনতার সমস্যা হতে পারে। এজন্য প্রত্যেকের উচিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দৈনিক সঠিক পরিমাণের ক্যালরি যুক্ত খাদ্য গ্রহণ করা।

কোন খাদ্যে কত ক্যালরি থাকে তার তালিকা জানুন

খাবারের নাম ক্যালরির পরিমাণ(প্রায়)
১ টি আলু পরোটা ৩০০
১ প্লেট সাদা চালের ভাত ৫০০
১ টি ডিম সিদ্ধ ৯০
এক কাপ লাল চালের ভাত ২২০
১ টি সাদা আটার রুটি ৭৫
১ টি লাল আটার রুটি ৬৫
১ টি তেলে পরোটা ভাজা ২৮০
১ টি লুচি ১৫০
১ কাপ দুধ ১৫৫
১ কাপ কনডেন্সড মিল্ক ৫০০
১ প্লেট চিকেন বিরিয়ানি ৫৫০
১ প্লেট সবজি বিরিয়ানি ২৮০
১ কাপ নুডুলস সিদ্ধ ২৩০
১ প্লেট পোলাউ ৪৫০
১ কাপ মুগ ডাল রান্না করা ১৫০
১ কাপ বুটের ডাল রান্না করা ১৫৫
১ কাপ চালের আটা ৫৫০
১০০ গ্রাম মুরগির কলিজা ১৭৫
১০০ গ্রাম গরুর কলিজা ১৪০
১০০ সবজির কোফতা ১৫০
১০০ গ্রাম খাসির রেজালা ৩৩০
১০০ গ্রাম মুরগি ভুনা ৩৩০
১০০ গ্রাম মাছের তরকারি ৪০০
১০০ গ্রাম ফ্রেঞ্চ ফ্রাই ৩০০
১০০ গ্রাম চিংড়ি মাছ ২৬৫
১ কাপ মিক্সড সবজি সিদ্ধ ৭০
১ কাপ পালং শাক সিদ্ধ ৪৫
১০০ গ্রাম আলু ভর্তা ১৫৫
১০০ গ্রাম বেগুন ভর্তা ৭৫
১ টি বিফ বার্গার ৫০০
১ টি চিকেন বার্গার ৪৪০
১ টি চিকেন শর্মা ৪৮০
পিজ্জা বিগ সাইজ ২৫০০
১ টি চিকেন রোল ২৩০
১ কাপ চটপটি ৪৯০
১০০ গ্রাম চানাচুর ৫০০
১ টি পেয়াজু ১৫০
১ টি সমসা ১৫০
১ টি সিঙ্গারা ১৯০
১ টি ডালপুরি ১৩০
১ টি আলুর চপ ১৮০
এক টেবিল চামচ সয়াবিন তেল ১৩০
১ টেবিল চামচ টমেটো সস ৩০
১ টেবিল চামচ সরষের তেল ৬০
১ টেবিল চামচ ঘি ১২০
১ টেবিল চামচ হরলিক্স ৩০
১ টেবিল চামচ জেলি ১১৫
১ টেবিল চামচ লেবুর রস
১ টেবিল চামচ চিনি ২০
১ টেবিল চামচ গুড় ২৮
১ টেবিল চামচ মধু ২৪
এক টুকরো চকলেট কেক ৩৯০
১ কাপ আইস ক্রিম ৬৫০
এক টুকরো পেস্ট্রি ৩৭০
১ এক গ্লাস ডাবের পানি ৫০
এক গ্লাস চকলেট মিল্ক সেক ৮৫০
এক গ্লাস বোরহানি ১০০
১ টি লাড্ডু ২২০
১ টি চমচম ১৮০
১ টি রসগোল্লা ১৬০
১ টি পাটিসাপটা ২৮০
১ টি ছানার সন্দেশ ১৩০
১ টি লালমোহন ২৬০
১ টি ভাপা পিঠা ৪৫০
১ টি বালুসাই ২৩০
১ বাটি গাজরের হালুয়া চিনি সহ ৪৩০
৩৫ গ্রাম সুজির হালুয়া ১৩০
১ পিস বুটের হালুয়া ১৮০
১ কাপ টিষ্টি দই ৪৫০
১ কাপ টক দই ৭০
১ টি আপেল ১০০
১ টি খেজুর ৩৫
১ টি পেয়ারা ৪৫
১ টি সাগর কলা ১২০
১ টি শশা ১০
৬ টি লেটুস ১০

লেখক এর মন্তব্য

প্রতিটি খাদ্যে বিভিন্ন পরিমাণে ক্যালরি বিদ্যমান রয়েছে। কোন খাদ্যে কতটুকু ক্যালরি আছে জানা গেলে সেই খাদ্য পরিমাপ মতন গ্রহণ করে স্বাস্থ্য রক্ষা করা যায়। এজন্য আমরা চেষ্টা করেছি বয়স ভেদে নারী-পুরুষ শিশু সহ সকলে দৈনিক ক্যালোরে চাহিদা এবং বিভিন্ন ধরনের খাদ্যে ক্যালরির পরিমাণ উল্লেখ করার।

স্বাস্থ্য সচেতনতা এবং শরীরের সুন্দর গঠনের জন্য সঠিক খাদ্য গ্রহণ করা জরুরী। এজন্য কোন খাদ্যে কত ক্যালোরি আছে তা সম্পর্কে জানা প্রয়োজন। আশা করি, সম্পূর্ণ পোস্টটি পড়ে আপনি অনেক উপকৃত হয়েছেন। পোস্টটি সম্পর্কিত যেকোনো তথ্য জানতে চাইলে কমেন্ট সেকশনে আপনার মতামত দিন। কষ্ট সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিডপয়েন্ট ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url