মুখে কালো দাগ দূর করার ক্রিম - ত্বকের কালো দাগ দূর করার উপায়

আমাদের মুখে হাতে পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের কালো দাগ হয়ে থাকে। এই সকল দাগ নিয়ে সবাই অনেক চিন্তিত থাকে। বিভিন্ন ধরনের ফেস প্যাক তৈরি করে তা দাগে প্রয়োগের মাধ্যমে দাগ দূর করা যায়।আসুন জেনে নেই কিভাবে এই সকল দাগ দূর করা যায়।
ত্বকের কালো দাগ দূর করার উপায়
সতেজ ফলমূলের তৈরি ফেসপ্যাক এর নিয়মিত ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানের বিভিন্ন রকম দাগ দূর করা যায়। সঠিক নিয়মে এবং সঠিক উপকরণের মিশ্রণের মাধ্যমে ফেসপ্যাক তৈরি করতে পারলে তা ত্বকের জন্য খুবই উপকারী বলে গণ্য হবে।

ভূমিকা

রূপচর্চার ক্ষেত্রে একটি বড় বাধা হলো ত্বকের দাগ। এই ত্বকের দাগ দূর করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়। যেমন: লেবু, কাঁচা হলুদ, অ্যালোভেরা, চন্দন ও গোলাপজল, কিসমিস, পেঁপে, টমেটো ও কাঁচা আলুর রস সহ বিভিন্ন ধরনের ক্রিম এর মাধ্যমে ত্বকের দাগ সহজেই দূর করা সম্ভব।

লেবু ব্যবহার করে ত্বকের কালো দাগ দূর করার উপায়

অনেক সময় বয়সের কারনে ‌,‌ রোদে চলাফেরার কারণে, ‌ মানসিক অশান্তি, ভিটামিন ও পুষ্টির অভাব এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে মুখে বিভিন্ন ধরনের ডার্ক স্পট হতে পার কালো দাগ ত্বকের সৌন্দর্যতাকে নষ্ট করে দেয়। ত্বকের সৌন্দর্যতা বজায় রাখতে ত্বকের দাগ দূর করাতে লেবু একটি কার্যকারী উপাদান। লেবুর রস ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে।
  • রাতের বেলা ঘুমানোর আগে কি বলো কি কয়েক ফোটা লেবুর রস ঠান্ডা দুধের সাথে মিশিয়ে মুখে লাগানোর পর কিছুক্ষন অপেক্ষা করতে হবে। তারপর সম্পূর্ণ মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এটি ত্বকের কালো দাগ দূর করার অত্যন্ত সহায়ক।
  • লেবুর রস মধুর সাথে, কাঁচা দুধের সাথে‌ এবং শসার সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। তাছাড়া পুদিনা পাতার সাথে তুলসী পাতা ও মুলতানি মাটির বৃষ্টির ভেতর এক টেবিল চামচ লেবু রস এবং লেবুর খোসার পেস্ট দিয়ে তৈরি পোলের মুখে ব্যবহার করলে মুখের উজ্জ্বলতা ও সৌন্দর্যতা বৃদ্ধি পায়‌ এবং ‌ত্বকের তৈলাক্ততা কম হয়। তাছাড়া লেবুর রস ব্রনের দাগ দূর করাতে ব্লিচ হিসেবে কাজ করে।

কাঁচাহলুদ ব্যবহার করে ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • ত্বকের দাগ দূর করার জন্য আরও একটি কার্যকরী উপাদান হলো হলুদ।হলুদে বিদ্যমান রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এন্টি ইনফ্লেমেন্টরি। তাছাড়া হলুদের রয়েছে বিভিন্ন ‌ ঔষধি গুনাগুন যা ক্ষত নিরাময়ে সহায়ক। হলুদে এই সকল উপাদান বিদ্যমান থাকার কারণে হলুদ ত্বকের কালো দাগ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমাদেরকে সহায়তা করে থাকে।
  • মধুর সাথে গুড়ো হলুদের মিশ্রন করে মুখে মুখে লাগিয়ে থেকে ২৫ মিনিট ‌ অপেক্ষা করে হালকা কুসুম গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেললে মসৃণতা বৃদ্ধি পায়।
  • শুষ্ক ত্বকের ক্ষেত্রে নারিকেল তেল এবং হলুদের গুঁড়ো একসাথে মিশ্রণ করে ‌ মুখে ব্যবহার করলে ভালো সুফল পাওয়া যেতে পারে। তাছাড়া ব্রণের দাগ দাগও দূর‌ হয়।
  • চোখের নিচের অংশে কালচে দাগ হলে ‌ কাঁচা হলুদের সাথে টমেটোর রস চালের গুঁড়ো এবং কাঁচা দুধ ব্যবহার করে প্রলেপ তৈরি করে চোখের নিচে লাগিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। চোখের নিচের জমে থাকা কালো দাগ আস্তে আস্তে কমে যাবে।
  • দুধের সাথে হলুদের‌ মিশ্রণ করে পান করলে ত্বকের জন্য উপকারী হয়। তাছাড়া হলুদে বিদ্যমান এন্টি ব্যাকটেরিয়াল ও এন্টিফাঙ্গাল বিশিষ্ট থাকায় রাতে ঘুমানোর পূর্বে উলুদের ব্যবহারে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
  • মুখে ব্রণ দেখা দিলে ‌ ব্রণকে কম সময়ে শুকানোর জন্য ‌ হলুদ বাটার সাথে শসার রস এবং পাতি লেবুর রসের মিশ্রণ করে ‌ ব্রণের উপর কিছুক্ষণ রেখে দিলে তা কার্যকর হবে।
  • হলুদ বাটার সাথে নিমপাতা বেটে একসাথে মিশ্রণ করে শরীরে ‌ লাগালে চর্মরোগ দাগ দূর হয়। হলুদ, টক দই, বেসন ও গোলাপজলের মিশ্র প্রলেপ মুখে প্রয়োগের ফলে মুখের সৌন্দর্যতা ও লাবণ্যতা বৃদ্ধি পায়।
  • কোন কাটা ছেঁড়া জায়গায় ‌ অথবা ক্ষতস্থানে কাঁচা হলুদের সাথে এলোভেরা ফোন করে ব্যবহার করলে তা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে । ফলে ব্যথা ও জ্বালাপোড়া দূর হয়।

অ্যালোভেরা ব্যবহার করে ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • প্রাকৃতিকভাবে সহজে মুখের দাগ দূর করার জন্য সবথেকে কার্যকরী উপাদান হলো অ্যালোভেরা। অ্যালোভেরা তে ৯৮% পানি থাকার কারণে ত্বকের জন্য খুবই উপকারী।অ্যালোভেরার উপরের দুই বাড়ির দুই সবুজ অংশ ফেলে মাঝখানে জেলির মত অংশটি মুখে লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে মুখ ধুয়ে নিলে তা মুখ পরিষ্কার করতে সহায়তা করে । প্রতিনিয়ত এভাবে এলোভেরার জেল দিয়ে ফেস ওয়াশ করলে মুখের সকল দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে।
  • অ্যালোভেরার জেলের সাথে মধু মিশিয়ে দাগ যুক্ত স্থানে প্রয়োগ করলে ত্বক পরিষ্কার হয। এলোভেরাতে বৃদ্ধ মান এন্টি অক্সিডাইসিন এবং এন্টি ইনফ্লামেটরি থাকাই মুখের বিভিন্ন স্থানে থাকা দাগ, চোখের নিচের দাগ এবং বনের দাগ সহ বিভিন্ন কালো দাগ দূর করে।
  • ত্বককে আদ্র রাখার জন্য অ্যালোভেরার সাথে লেবুর রস মিছে প্রয়োগ করতে হবে। এবং ত্বকের শুষ্কতা কমানোর জন্য এলোভেরা সাথে গোলাপজল মিশিয়ে ব্যবহার করতে হবে। অ্যালোভেরা জেলে বিদ্যমান থাকা অ অ্যালোইন নামক উপাদানের কারণে কালো দাগ দূর করতে সহায়তা করে।
  • রোদের পোড়া ভাব দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য নিয়মিত অ্যালোভরা ব্যবহার করা উচিত। অ্যালোভেরা ব্যবহারে ত্বকের কোমলতা ও মসৃণতা বৃদ্ধি পায়। তাছাড়া এলোভেরা সমৃদ্ধ ক্রিম ও জেল ত্বকের জন্য অনেক কার্যকরী।

চন্দন ও গোলাপজল দ্বারা ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • অনেক আগে থেকেই ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার হয়ে আসতে চন্দন ও গোলাপজল। এই দুটি উপাদান ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা এবং ত্বককে দাগ হতে রক্ষা করার জন্য খুবই কার্যকরী।
  • চন্দন আর গোলাপ জলের পেস্ট ত্বকের দাগের ওপর ঘুমানোর আগে লাগিয়ে রাখতে হবে। এবং ঘুম থেকে উঠার পর তা ধুয়ে নিতে হবে। তাহলে ত্বকের যে কোন দাগ দূর হতে অত্যন্ত সুবিধা হবে।
  • শরীরের অন্যান্য স্থানেও যদি দাগ থাকে তাহলে এই পেস্ট গোসলের এক ঘণ্টা পূর্বে সম্পূর্ণ শরীরে মেখে তারপর গোসল করলে শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।
  • চন্দন , হলুদের গুঁড়ো এবং টক দই একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলেও ত্বকের দাগ দূর হবে এবং ত্বক হবে ফর্সা পূর্বের তুলনায়।
  • ব্রণের সমস্যা দূর করার জন্য চন্দন এবং নিমের পাউডার এর তৈরি পেস্ট ব্যবহার করতে পারবেন। তাছাড়া চন্দনের সাথে গোলাপজল, বেসন, দুধ , অ্যালোভেরা, নারকেল তেল, আমন্ড তেল, টমেটো রস , মুলতানি মিট্টি ও কমলার ছাল দিয়ে বিভিন্নভাবে প্যাক তৈরি করে ব্যবহার করা যেতে পারে ; যা ত্বকের জন্য খুবই উপকারী।

কিসমিস ও পেঁপে দ্বারা ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • পেপেতে প্রয়োজনীয় আলফা হাইড্রোঅক্সিল এসিড, ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের যত্ন নিতে পেঁপের গুরুত্ব অপরিসীম।
  • ত্বকের দাগ দূর করার জন্য লাল কিসমিসের সাথে পেঁপের রস এবং মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। এবং ২০ মিনিট পর কুসুম গরম পানিতে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে।
  • পেঁপের সাথে লেবুর রস ও দুধ মিশিয়ে ত্বকের জন্য কার্যকরী ফেসপ্যাক তৈরি করা যায়। পাকা পেঁপে বেটে নিয়ে , টক দই ও লেবু মিশিয়ে পেস্ট তৈরি করে কালো দাগ যুক্ত স্থানে, পায়ের গোড়ালিতে, এবং হাঁটুতে ঘরের ফলে কালচে দাগ দূর হয়ে থাকে।
  • কাঁচা পেঁপে মুখে লাগিয়ে রাখলে এটিও ত্বকের জন্য খুবই উপকারী। পেঁপেতে ভিটামিন এ বিদ্যমান থাকায় ত্বককে মসৃণ করতে এবং মরা চামড়া দূর করে ত্বককে করে তোলে আরো সুন্দর। 
  • পেঁপেতে বিদ্যমান থাকা এনজাইম এর ফলে মুখে থাকা ছোট ছোট গর্ত সারাতে সাহায্য করে। এজন্য রূপচর্চা বৃদ্ধি এবং ত্বকের বলিলেখা ও তৈলাক তোতা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য পেপের গুরুত্ব অপরিসীম।

ঘরোয়া পদ্ধতিতে ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • কাঁচা আলু এবং লেবুর রস একসাথে মিশ্রণ করে তা কালো দাগের উপর প্রয়োগ করে নিয়মিত কিছুদিন ব্যবহার করার ফলে হাত পায়ের বিভিন্ন দাগ দূর করা সম্ভব।
  • কমলালেবুর খোসায় ভিটামিন সি বিদ্যমান থাকায় , লেবুর খোসা ত্বকের দাগ দূর করায় সাহায্য করে। দুধ এবং পাতিলেবুর রসের সাথে কমলালেবুর খোসার গুড়ো স্ক্রাব হিসেবে ব্যবহার করে ত্বকের দাগ দূর করা যায়।
  • গোলাপের পাপড়ি পানিতে ভিজিয়ে রেখে , মুখ ধোয়ার সময় সে পানি ব্যবহার করলে উজ্জ্বলতা বৃদ্ধি পায় ত্বক হয় দাগ মুক্ত। রাতে ঘুমানোর পূর্বে ঠোঁটের উপর গোলাপ জল গিয়ে ঘুমালে ঠোঁটের কালচে রং দূর হয়।

বেসন ও গোলাপজলে ত্বকের কালো দাগ দূর করার উপায়

  • ত্বকে বেসন লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর গোলাপজল দিয়ে মুখ ধৌত করলে মুখের ময়লা দূর হয়ে মুখ উজ্জ্বল ও পরিষ্কার হয়। নিয়মিত এটির ব্যবহার করলে ত্বকের সৌন্দর্যতা ও লাবণ্যতা বৃদ্ধি পাবে।
  • বেসন ও দুধের সরের ফেসপ্যাক ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য কার্যকরী। চার টেবিল চামচ বেসনের সাথে দুই টেবিল চামচ দুধের সর ও দুই টেবিল চামচ হলুদ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে গালে শরীরের বিভিন্ন দাগ যুক্ত অংশে লাগিয়ে রাখতে হবে ২০ থেকে ২৫ মিনিটের জন্য। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তাছাড়া ত্বকের আদ্রতা ধরে রাখার জন্য বেসনের সাথে অ্যালোভেরার জেল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করা যায়।

ক্রিমের মাধ্যমে ত্বকের কালো দাগ দূর করার উপায়

বাজারে বিভিন্ন ধরনের ত্বক থেকে দাগ দূর করার জন্য ক্রিম পাওয়া যায়। এ সকল ক্রিম বা ফেসওয়াশ ব্যবহারের মাধ্যমেও ত্বকের বিভিন্ন দাগ দূর করা সম্ভব। যেমন : গোল্ড ক্রিম, নোভাক্লিয়ার একনি ক্লিনজার, হিমালয় ক্লারিনা অ্যান্টি একনি ক্রিম, ফেয়ার এন্ড লাভলী অ্যান্টি মার্ক ফেয়ারনেস ক্রিম, বেটনোভেট ক্রিম।

কম খরচে ত্বকের কালো দাগ দূর করার উপায়

কম খরচে ত্বকের দাগ দূর করার জন্য একটি অত্যন্ত উপকারী উপাদান হলো টমেটোর রস। টমেটোর রস ত্বকের মেমালিনের ভারসাম্য রক্ষা করে এবং ত্বককে উজ্জ্বল করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া অধিক পরিমাণে পানি পান করলে ত্বক থেকে দূষিত পদার্থ অপসারণ হয় এবং ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি পায়।

বিভিন্ন উপাদানের সংমিশ্রণে ত্বকের কালো দাগ দূর করার উপায়

শরীরের বিভিন্ন দাগ দূর করার জন্য বিভিন্ন উপাদানের সংমিশ্রণে প্রেস তৈরি করে নিয়ে তা প্রয়োগ করা যেতে পারে। কাঁচা দুধ মধু লেবু চিনি ও ডিমের সাদা অংশ একত্রে মিক্স করে তা ত্বকের উপর প্রয়োগ করতে হবে। এতে করে ত্বকের মৃত কোষ দূর হবে। এবং নতুন কোষ সৃষ্টি হবে। ফলে ত্বকের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে পূর্বের তুলনায়।

লেখক এর মন্তব্য

উপরিউক্ত আলোচনার সাপেক্ষে পরিশেষে বলা যায় যে , ত্বক একটি অতি সংবেদনশীল অংশ আমাদের শরীরের। তাই এটি যত্ন নেওয়া আবশ্যক। সঠিক উপায়ে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে কার্যকরী পদ্ধতির প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের ত্বকের যত্ন নিতে পারি এবং আমাদের ত্বকের সকল দাগ দূর করতে পারি। তবে কিছু কিছু উপাদান তোকে ব্যবহারের ফলে এলার্জি সহ বিভিন্ন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে । তাই এই সম্পর্কে সচেতন থাকা জরুরী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মিডপয়েন্ট ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url