মিডপয়েন্ট ওয়েবের সাধারণ নীতিমালা
- মিডপয়েন্ট ওয়েবের প্রকাশিত সকল কন্টেন্টের স্বত্বাধিকারী শুধুমাত্র মিডপয়েন্ট ওয়েব। এই জন্য প্রকাশিত কোন পোস্ট বা কনটেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তবে আপনি মিডপয়েন্ট এর কিছু অংশ কপি করে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মিডপয়েন্ট ওয়েব এর ওয়েবসাইটের do follow লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
- মিডপয়েন্ট ওয়েবের প্রকাশিত ব্লগপোস্ট অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজি সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয়, সে ক্ষেত্রে কোন কোন পোস্ট কখনো কাকতালীয়ভাবে সোর্সের সাথে সরাসরি মিলে যেতে পারে (অনুবাদ)। মূল কনটেন্টটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও/ভাষাতে প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট অ্যাডমিনকে অবহিত করুন।
- সময়ের প্রয়োজনে বা নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যেকোন সময় যেকোন নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে।।
কমেন্ট পলিসি
- মিডপয়েন্ট ওয়েবের যে কোনো প্ল্যাটফর্মে কোনো পোস্ট বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
- যে পোস্ট বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন।
- উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করবেন না।
- কমেন্টে সকল ধরণের অশালীন, বিজ্ঞাপনমূলক, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের ব্যবহার নিষিদ্ধ।
- আপনার বা অন্য কারো কোন মতামত, অভিযোগ বা প্রশ্ন জানাতে যোগাযোগ পেইজ ব্যবহার করুন।।
মিডপয়েন্ট ওয়েবের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url